• ১। প্রতিষ্ঠান পরিচিতি,
  •      আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অত্র চেরাডাঙ্গা বয়েজ উচ্চ বিদ‌্যালয়টি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলাধীন ৩নং
  •     রাধানগন ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দুবইল গ্রামের পশ্চিমে আবস্থিত। অত্র এলাকার স্বনামধন‌্য ও ব‌্যক্তিত্ব জনাব মোঃ এরফান আলী
  •    সাহেবের ওইতান্ত্রিক প্রচেষ্ঠায় এবং অত্র বিদ‌্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক ও কর্মচারীগনের আর্থিক সহযোগিতায় প্রতিষ্ঠানটি গড়ে ওঠে।
  •    ১৯৯৪ইং সালে প্রতিষ্ঠানটি স্থাপিত হলেও ২০০২ ইং সালে মে মাসে এমপিও ভুক্ত হয়।প্রতিষ্ঠানটি অত্র এলাকার বালক শিক্ষার্থী দ্বারা
  •   শিক্ষায় বিশেষ ভূমিকা পালন করছে। এলাকার ছেলেরা দিন দিন শিক্ষিত এবং স্বাবলম্বী হচ্ছে।
  •    প্রথম স্বীকৃতি ঃ ০১/০১/১৯৯৮ ইং এবং নবম শ্রেণিতে পাঠ দান অনুমতি ০১/০১/২০০০ ইং এবং সর্বশেষ স্বীকৃতি ৩১/১২/২০২৫ ইং ।
  •    এবং এমপিও কোডঃ ৮৫০২১৬১৩০৪। প্রতিষ্ঠান প্রধান জনাব মুঃ নজরুল ইসলাম মোবাইল নব্মর ০১৭১৭৩৩১০৭০। 
  •     তথ‌্য সেবা কেন্দ্রের ঠিকানা ঃ জনাব মোঃ সাদেকুল ইসলাম সহকারী শিক্ষক তথ‌্য ও যোগাযোগ প্রযুক্তি। মোবাইল নম্বর  ০১৭৩৫-১৪৭২৪৬।
  •  অভিযোগ নিস্পত্তিক কর্মকর্তার ঠিকানা জনাব মোঃ নাইমুল ইসলাম সহাকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা মোবাইল
  •     নং ০১৭৪১০৭২৬৯৬। ব‌্যবস্থাপনা কমিটি তথ‌্য ১। জনাব মোঃ মোজাহারুল ইসলাম আহবায়ক,২। জনাবা মোসাঃ আনোয়ারা খাতুন 
  •     ৩। মোঃ শফিকুল ইসলাম সদস‌্য ৪। নাইমুল ইসলাম, সদস‌্য ৫।  মোঃ সেরাজুল ইসলাম সদস‌্য।  
  •